স্থলবন্দরের এক কর্মকর্তার বদলিসহ তিন দফা দাবিতে বুধবার বেনাপোলে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
মঙ্গলবার বেনাপোল পরিবহন সংস্থা মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের ধর্মঘট প্রত্যাহার করব না।
আরও পড়ুন: কর্মবিরতি: মঙ্গলবার বেনাপোলসহ ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস বন্ধ
দাবিগুলোর মধ্যে রয়েছে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদারকে প্রত্যাহার, দক্ষ চালক নিয়োগ এবং বন্দর এলাকাকে যানজটমুক্ত রাখা।
মামুন তরফদার দুর্নীতির সঙ্গে জড়িত বলে জানান আজিম উদ্দিন।
এদিকে, ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের কয়েক দফা দাবিতে মঙ্গলবার বন্দরে বিক্ষোভ করেছে।
আরও পড়ুন: বেনাপোলে যাত্রীর পাকস্থলী থেকে স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২