যশোরের অভয়নগরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত যুবক রফিকুল ইসলাম শাপ্পা (৩৮) মারা গেছেন। মঙ্গলবার রাতের দিকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল উপজেলার কার্পেটিং জুটমিল এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে নিহতের নিজ বাড়িতে এ বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।
আরও পড়ুন: সিলেটে বোমা বিস্ফোরণে আহত শিশুর অবস্থা সংকটাপন্ন
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, পুলিশ প্রহরায় রফিকুল ইসলাম শাপ্পাকে মঙ্গলবার রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাপ্পা সোমবার (১৩ সেপ্টেম্বর) নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এসময় তার বাম হাতের তিনটি আঙ্গুল, চোখ, মুখমন্ডল, বুক ও দুই পা ঝলসে যায়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী স্ত্রী আহত
উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করে। পরে পুলিশ প্রহরায় চিকিৎসাকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে পুলিশ প্রহরায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বোমা বিষ্ফোরণে আহত আবু বক্করের মৃত্যু
শাপ্পা একজন বোমা তৈরির কারিগর ও একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন বলে দাবি করে ওসি আরও বলেন, শাপ্পার বিরুদ্ধে অভয়নগর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। ঘটনার দিন রাতে পুলিশ শাপ্পার বাড়ি থেকে বোমার আলামতসহ পাঁচটি ধারালো রামদা উদ্ধার করেছে।