কক্সবাজারে আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নামের এক সন্ত্রাসী র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে । শনিবার ভোরে শহরের ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫) এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন ।
আরও পড়ুনঃ উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২: অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার
নিহত আশু আলী বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।র্যাব সূত্রে জানায়, শনিবার ভোরে শহরের ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকায় আশু আলীর সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে আশু আলী বন্দুকযুদ্ধে নিহত হন। সকালে বড়বিল মাঠে লাশটি দেখতে পায় স্থানীয়রা। আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে। গত তিন বছরে আশু আলীর হাতে খুন হন প্রায় পাঁচজন, ছিনতাইয়ের শিকার হয়েছেন শতাধিক। এ ছাড়া ডাকাতি, অপহরণ ও চাঁদা আদায়ের ঘটনা রয়েছে অহরহ।
আরও পড়ুনঃ সাহিনুদ্দিন হত্যা: কথিত বন্দুকযুদ্ধে আসামি নিহত
সাহিত্যিকা পল্লী ও সমিতি বাজারের মাঝামাঝি স্থানটি আশু আলী বাহিনীর অভয়ারণ্য বলে স্থানীয়রা জানায়।
উল্লেখ্য এই বাহিনীর প্রধান আমির খান ২০১৯ সালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মারা যান।
বন্দুকযুদ্ধে আশু আলীর নিহতের খবরে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।