করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সিলেটে ১১টি বিধি-নিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার এ সকল বিধি-নিষেধ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব বিধি-নিষেধ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এগুলো অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।
আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউ: ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ চট্টগ্রাম চিড়িয়াখানা
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয়সহ সকল ধরণের জনসমাগম নিষিদ্ধসহ পর্যটন-বিনোদনকেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে অন্য জেলার পর্যটক/দর্শনার্থীদের আগমন নিষিদ্ধ করা হয়েছে। হাট-বাজার, মার্কেট, শপিংমলসহ বিভিন্ন স্থানে কেনা-বেচা রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া সকল প্রকার গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং গণপরিবহণে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।
আরও পড়ুন:সব পর্যটন স্পট ২ সপ্তাহ বন্ধের ঘোষণা সিলেটে
একই সাথে, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপ্রয়োজনীয় ঘোরাফেরা বা আড্ডা নিষিদ্ধ। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না।
আরও পড়ুন:করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬৪৬৯ শনাক্ত, মৃত্যু ৫৯
সর্বোপরি সকল স্থানে আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।