দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত নবী হোসেনের প্রেমিকা সুমনা বেগম ওরফে শিলা (৩০) ও সুমনার সাবেক স্বামী নজরুল ইসলাম (৩৮)। তাদেরকে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
প্রায় সাত বছর আগে ২০১৪ সালের ২১ ডিসেম্বর সুমনা কবিরাজ নবী হোসেনকে ফোন করে তার ভাড়া বাসায় নিয়ে যায়। এদিন গভীর রাতে সুমনার বাসায় নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে লাশ ৬ টুকরো করে ভৈরবের কয়েকটি স্থানে লুকিয়ে রাখে।
আরও পড়ুন: রাজধানীতে বউ-ছেলেকে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
ফেনীতে বিদ্যালয়ের নৈশপ্রহরী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ওই ঘটনায় নিহতের স্ত্রী বিলকিছ বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই মো. নজরুল ইসলাম ২০১৬ সালের ২১ জানুয়ারি আদালতে চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য জেরা শেষে আদালত নিহত নবী হোসেনের প্রেমিকা সুমনা বেগম ওরফে শিলা ও সুমনার সাবেক স্বামী নজরুল ইসলামকে দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ড ও তাদেরকে দুই লাখ টাকা করে জরিমানা প্রদান করেন। আসামি সুমনা পলাতক থাকায় যেদিন তিনি গ্রেপ্তার হবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন সেদিন থেকে এ রায় কার্যকর হবে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা, নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আশরাফুল রাসেল ও মো. শরীফ মিয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আবু সাঈদ ইমাম ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রউফ ও রাষ্ট্র নিয়োজিত অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা।