সারাদেশে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় অন্যান্য জেলার মতো কুমিল্লাতেও করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজন পুরুষ এবং আটজন নারী। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭০১ জনে পৌঁছেছে। এদের বয়স ২৮ বছর থেকে ৮০ বছরের মধ্যে।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ২২৮ মৃত্যু, শনাক্ত ১১২৯১
চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭০১ জন। এ পর্যন্ত কুমিল্লা জেলায় মোট শনাক্তের সংখ্যা ২৩ হাজার ৮৩০ জন। শনাক্তের হার শতকরা ৪১ দশমিক ১ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১৯ জন।
আরও পড়ুন: মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।