তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং ওই উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার ছেলে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই কলেজছাত্রের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই কলেজছাত্র লেখাপড়ার পাশাপাশি দেবিদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডস’র দোকানে ব্যবসায় সহযোগিতা করতো। সে দীর্ঘদিন এজমা রোগে ভুগছিল এবং কয়েকদিন ধরে তার জ্বর, সর্দি ছিল বলে পরিবারের লোকজন জানান। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যু হয়।
মৃতের পরিবারের দাবি,করোনার নানা লক্ষণ থাকার কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উপস্থিতিতে মৃত ওই ছাত্রকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।