আরও পড়ুন: যমুনায় নৌকা ডুবিতে আরও ৪ লাশ উদ্ধার
নিহত রাজু হোসেন অন্তরের (২৫) বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। বেশ কয়েকদিন ধরে তিনি কুড়িগ্রাম জেলায় বসবাস করছেন।
আরও পড়ুন: কর্ণফুলী নদীতে নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার
কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার ভোরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ধরলা ব্রিজের একশ গজ দক্ষিণ থেকে লাশটি উদ্ধার করে। এ সময় তার গায়ে জ্যাকেট ও পরনে জিন্সের প্যান্ট ছিল। কাঁধে কালো রঙের ব্যাগ ঝোলানো অবস্থায় পাওয়া যায়। সুরতহাল শেষে তার বাম হাতে কিছু কাটা দাগ পাওয়া গেছে।
আরও পড়ুন: পদ্মায় নৌকা ডুবি: নৌকার মালিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ওসি জানান, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে।
আরও পড়ুন: কর্ণফুলীতে নৌকা ডুবি: ৫ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন জানান, প্রাথমিক অবস্থায় লাশ শনাক্ত করা না গেলেও পরবর্তীতে যুবকের নাম রাজু হোসেন অন্তর বলে জানা গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি প্রায় দেড়মাস আগে কুড়িগ্রামে আসেন। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ ও রংপুর থেকে পিবিআইর ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ একটি টিম যৌথভাবে কাজ করছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জেনে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।