খুলনায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি খুলনা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন- দিঘলিয়া এলাকার মৃত গাজী রেজাউল হকের ছেলে গাজী সালাউদ্দিন সুমন (৩৯), খালিশপুর এলাকার মো. মফিজ হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম(২১), মো. মফিজুর রহমান ভুইয়ার ছেলে মো. হারুন অর রশিদ (৩৭), মৃত রুস্তম শেখের ছেলে মো. মুরাদ শেখ (৪০) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত আবুতাহের খানের ছেলে মো. খায়রুজ্জামান খান তুহিন (৪০)।
আরও পড়ুন: মুনিয়া হত্যা মামলায় আসামি সাইফা আটক
র্যাব জানিয়েছে, চালনাবাজার মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী চন্দন সাহা (৪৩) গত ১০ ফেব্রুয়ারি ভাড়া করা ট্রলারে করে চালনা বাজার ট্রলারঘাট থেকে কাবিখার বৈধভাবে ক্রয়কৃত ২০৮ বস্তা লাল গম নিয়ে খুলনার নতুন বাজার লঞ্চঘাট বরফকল এলাকায় পৌঁছান। এ সময় অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জন ব্যক্তি র্যাবের পরিচয় দিয়ে ট্রলারের মাঝি মধু সাহাকে ভয়ভীতি দেখিয়ে ট্রলারের পণ্যগুলো জব্দ করে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের মূলহোতা গাজী সালাউদ্দিন সুমন খুলনার নতুন বাজার লঞ্চঘাট বরফকল এলাকায় অবস্থান করছে। ওই দির রাতেই সুমনকে আটক করে র্যাব। পরবর্তীতে তার তথ্য অনুযায়ী বাকিদের আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২