গাজীপুরে প্যানারোমা গার্মেন্টসে এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লেও তাকে ছুটি দেওয়া হয়নি অভিযোগ করা হয়েছে। পরে কর্মস্থলেই তিনি মারা যান বলে খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময়ে বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে ভোগড়া বাইপাস মোড় এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীরা কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানায়, প্যানারোমা গার্মেন্টসের এক নারী শ্রমিক কাজ করার সময় অসুস্থ বোধ করলে ছুটি প্রার্থনা করেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি না দিলে মারা যান তিনি।
এর পর কর্তৃপক্ষ লাশ তাদের হেফাজতে রেখে দেয়, এমন অভিযোগ তুলে সোমবার সকাল থেকেই শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।