গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী গ্রামের কবিরের স্ত্রী জেসমিন (৪২) ও বড়নগর গ্রামের কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা দুজনই হামীম গ্রুপের শ্রমিক।
আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
স্থানীয়রা জানান, সকালে ওই দুই নারী শ্রমিক কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসা সুরমা মেইল ট্রেন খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় তারা দুজন খঞ্জনা এলাকায় রেলওয়ের সিগনালের খুঁটির পাশে ছিলেন। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ে ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।