গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করছে পুলিশ।
শনিবার (১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের মরহুম মোবারক আলীর ছেলে।
আরও পড়ুন: গাইবান্ধায় ভাপা পিঠা আনতে গিয়ে শিশুর মৃত্যু
অন্যদিকে, রবিবার (২ জুলাই) দুপুরে নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
গ্রেপ্তারেরা হলেন- হাবিবুর রহমান মধু মিয়া, কাওসার আলী, সাখাওয়াত হোসেন ছকু, সাইদুর রহমান, সানোয়ার ও মিলন মিয়া।
এলাকাবাসী জানায়, জমির সীমানা নিয়ে আব্দুস সাত্তারের সঙ্গে মধু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন দুজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
খবর পেয়ে মধুমিয়ার স্বজনেরা লাঠিসোটা নিয়ে আব্দুস সাত্তারের ওপর হামলা চালায়। এসময় আব্দুস সাত্তার মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে ১০ জনকে আটক করা হয়। আজ রবিবার দুপুরে মামলা দায়েরের পর মামলায় নাম না থাকায় ৪ নারীকে বাদ দিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।