শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার লাভলেইন জুবলি রোডে নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সালাউদ্দিন (১৭) ও মো. শুক্কুর (২২)।
আরও পড়ুন: কেরানীগঞ্জে দেয়াল ধসে মাদরাসাছাত্রসহ নিহত ২
স্থানীয়রা জানান, নির্বাচন কমিশন অফিসের সামনে খালি জায়গায় কাজ করার সময় হঠাৎ পাশের সীমানা দেয়ালটি ভেঙে পড়ে। এতে তিন শ্রমিক চাপা পড়েন। প্রথমে স্থানীয় লোকজন এবং পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালায়।
এ সময় সালাউদ্দিন ঘটনাস্থলে মারা যান। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর বেলা আড়াটার দিকে শুকুরের মৃত্যু হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে মাদরাসার দেয়াল ধসে হতাহতের আশঙ্কা
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইঁয়া বলেন, ‘দেয়াল ধসে আহত দুই শ্রমিকের মধ্যে শুক্কর নামে একজনের বেলা আড়াইটার দিকে মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ গেল চারজনের
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘দুপুরে নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। আহত আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরও একজন মারা যান।’
আরও পড়ুন: চট্টগ্রামে অবৈধ ইটভাটা সাতদিনের মধ্যে বন্ধের নির্দেশ
চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা: ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরাতে মাইকিং