চট্টগ্রাম মহানগরীর বায়েজিদের বালুচড়া এলাকায় একটি বাসায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বালুচড়া কাসেম ভবনে এ বিস্ফোরণের ঘটানা ঘটে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে উদ্ধার কাজ চালায়। তবে তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ঘরে দুজন পুরুষ ছিলেন এবং ঘরের বাইরে দিয়ে একজন শিশু হেঁটে যাচ্ছিল। মূলত তারাই ঘটনার কবলে পড়েন। পর দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের শরীরেরই প্রায় ৭০ শতাংশ করে পুড়ে গেছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সকালে বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে একজন নিহত ও দুজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পড়ুন: গ্যাস সিলিন্ডারের আঘাতে ব্যবসায়ী নিহত