তারা হলেন হাটিলা ইউনিয়নের গঙ্গানগর গ্রামের নজরুল ইসলাম মির্জার ছেলে মামুন মির্জা (২৮) এবং সদর ইউনিয়নের নাহার বেগম (২৭)।
আরও পড়ুন: নাটোরে চুরির অপবাদে ২ ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন!
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ রবিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মামুনের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।
স্বজনরা জানান, মামুন শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রবিবার ভোরে মারা যান। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
পুলিশ ও স্বজনদের ধারণা, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।
ওসি আলমগীর বলেন, ‘কেউ মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জে কলেজ শিক্ষিকা গ্রেপ্তার
এদিকে, শনিবার রাতে সদর ইউনিয়নের সদর গ্রামের রাজমিস্ত্রি রিপন খানের স্ত্রী নাহার বেগম নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ রবিবার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা রাহিমা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে জামাই ও শাশুড়ি আমার মেয়ের সাথে ঝগড়া এবং মানসিক যন্ত্রণা দিয়ে আসত। আমরা এ ঘটনার সঠিক তদন্ত চাই।’
আরও পড়ুন: ভাঙা টিনের চালায় আতঙ্কে রাত কাটে ফাতেমার
স্বামী রিপন বলেন, ‘আমি ও আমার স্ত্রী অসুস্থতার মাঝে দিন পার করছি। ঘটনার দিন সন্ধ্যায় আমি বড় ছেলেকে বাড়ির পাশে দোকানের কাছে খুঁজতে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখি সে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ হোসেন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে লাশে কোনো জখমের চিহ্ন পাইনি। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। তবে পরিবারের কলহ থেকে এ ধরনের আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনুমান করা যায়।’
আরও পড়ুন: ২০২০ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক: বিলস