চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মোহনপুর ইউনিয়ন যুবলীগকর্মী মোবারক হোসেন বাবু নিহত হওয়ার ঘটনায় করা মামলায় রবিবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এদিন দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) সুদীপ্ত রায় ইউএনবিকে বলেন, এ মামলার প্রধান আসামি কাজী মিজানসহ ৬০/৬৫ জন।
আরও পড়ুন: রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
তিনি বলেন, এ পর্যন্ত মুসা ও মিজানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে, যুবলীগকর্মী বাবু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও স্বাধীনতা পদক বিজয়ী মোফাজ্জল হোসেন মায়া চৌধুরি দলের নেতা কর্মীসহ গতকাল শনিবার বিকালে হাসপাতালে দেখতে যান।
এর আগে শনিবার (১৭ জুন) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সমাবেশে যাওয়ার পথে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগকর্মী মোবারক হোসেন বাবু নিহত হন। নিহত বাবু মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৯ আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ