চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে উপজেলার মরদানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার রাব্বানী (৪০) সদর উপজেলার বহরমপুর হটাৎপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
শনিবার সকালে র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মরদানা এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত টিনসেড একটি বাড়ির সামনে থেকে ৩টি ওয়ান শুটারগান, ককটেল ও ২টি দেশীয় ধারালো অস্ত্রসহ রাব্বানীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ১১ বছরে ধরে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: র্যাব
তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ৮টি, অস্ত্র আইনে ২টি ও মারামারির ঘটনায় ৩টি মামলা রয়েছে। বর্তমানে ৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি। নতুন করে শিবগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।