চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
নিহত শরিফুল ইসলাম ভদু (২৪) উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনের একটি চোরাচালানী দল গরু আনতে শিং নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
আরও পড়ুন: কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মঙ্গলবার রাতে তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে শরিফুল ইসলাম ভদু গুলিবিদ্ধ হয়ে ভারতীয় সীমান্তে নিহত হন। এ সময় অহিদুর নামে আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে।
আরও পড়ুন: সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, এ ধরনের ঘটনার কথা শুনেছেন তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।