চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) দুপুরে আটকের সময় তার কাছ থেকে ৪৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মো. আরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মনজুর আলী বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বার জব্দ
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রকিবুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচার হবে। সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের বেলে মাঠের পেয়ারা বাগান এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
তার শরীর তল্লাশি করে কোমরে পেঁচানো সাদা কাপড়ের তৈরি বেল্টের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ছোট বড় ৪৬টি স্বর্ণের বার এবং তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬০০ গ্রাম।
আটক ব্যক্তির নামে নায়েব সুবেদার মো. দুলাল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: বেনাপোলে ১৮ স্বর্ণের বারসহ আটক ২