বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুরুল হক সদর উপজেলার রুহিয়া থানার উত্তর ফরিদপুর গ্রামের বাসিন্দা।
যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন নুরুল হকের স্ত্রী মাজেদা বেগম, তাদের মেয়ে নার্গিস বেগম ও ছেলে মাজেদুল হক। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আসামিদের মধ্যে মাজেদুল পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, নুরুল হকের বড় মেয়ে সাহেরা খাতুন বাড়িতে খুন হলে ওই মামলায় ছোট জামাতা পশিরুল ইসলাম (২৮) ও তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় পশিরুল ছয় মাস হাজতে থেকে জামিনে মুক্ত হয়ে আসলে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে।
ঘটনার জের ধরে ২০১১ সালের ১২ আগস্ট সন্ধ্যায় স্ত্রী নার্গিস তাদের বাড়িতে স্বামী পশিরুলকে ডেকে নিয়ে যান। পরে পরিবারের লোকজন পশিরুলকে ঘরের খুঁটির সাথে বেঁধে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় পশিরুলের বাবা লেদা মোহাম্মদ বাদী হয়ে পরদিন নুরুল হকসহ ছয়জনের নামে হত্যা মামলা করেন।