জয়পুরহাটে সদর উপজেলার শুকতাহার গ্রামের পূর্বপাড়া সার্বজনীন ও বারোয়ারী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শামছুল আলম ওরফে লালবাবু (৩৪) জয়পুরহাট সদরের ধুলাতর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর
পুলিশ ও এলাকাবাসি জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে পৃথকভাবে প্রতিমা তৈরির কাজ চলছিল। সেখানে বেশ কয়েকটি প্রতিমা তৈরির কাজ সম্পন্নও হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা ওই দুটি মন্দিরের কয়েকটি প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।
প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানাজানির পর শনিবার জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় ওই গ্রামের বীরেন্দ্রনাথ শিকদার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে গেলো ২০৯ মেট্রিক টন ইলিশ
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যেই প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, এমন কোন কাজ কাউকেই করতে দেয়া হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে।