নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে সাকিল ফকির (১৫) এবং নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (১৪)। তারা দুজনেই স্থানীয় বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র বই কেনার জন্য পুখুরিয়া থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গা বাজারে যাচ্ছিল। পথে হামেরদী মোড়ে পৌঁছালে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি।’
আরও পড়ুন: বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এদিকে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকচাপায় সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছে।
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক স্থানে এই দুর্ঘটনায় নিহত আজিজুর রহমান (৪৪) একই উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, মাহানপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল আজিজার রহমান। পথের মধ্যে ২৫ মাইল নামক স্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাক তার সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।