খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই ডুমুরিয়া থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে।
গ্রেপ্তাররা হলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আমজাদ গাজীর ছেলে রায়হান গাজী (২৩) এবং চুকনগর গ্রামের (সাবেক নরনিয়া গ্রামের) আব্দুল হামিদ গাজীর ছেলে আসাবুর রহমান আশিক গাজী (২৩)।
আরও পড়ুন: গোসল করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
মামলার বিবরণে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী চুকনগর বাজারের গোলাম রোডে রাস্তার উপর দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় আসামিরা তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায় নরনিয়া গ্রামের মৃত নজির উদ্দীন গাজীর ছেলে ইউসুফ হারুন গাজীর ধানের চাতালের দোচালা একটি টিনের ঘরে। পরিচিত ব্যক্তিকে আটকে রেখে ভিকটিমকে অন্য ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায় তারা। এ সময় ভুক্তভোগী তরুণী রাতেই ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনার বিবরণ দিলে ওই রাতেই ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
এ ব্যাপারে আসামি আশিকের বাবা আব্দুল হামিদ গাজী বলেন, আমি ঘটনাটি শুনেছি। কিন্তু আসলে কি হয়েছে তা আমি জানি না।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে নার্সের মামলা
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হককে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।