২০২০ সালের জুন মাসে ঢাকা থেকে পর্যটন এলাকা কক্সবাজারে ট্রেন চালু হবে বলে জানিয়েছন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রবিবার বিকালে রেলভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান ।
তিনি বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন, ২০২৩ সালের জুন মাসেই ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। সে জন্য আমরা কাজ অনেক দূর এগিয়েছি। আশা করছি এর মধ্যে সকল কাজ শেষ হবে।
আরও পড়ুন: শিগগিরই ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু
টিকিট কালোবাজারি থেকে রেল মুক্ত হতে পারেনি। এজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এখন নতুন প্রতিষ্ঠানকে (সহজডটকম) দায়িত্ব দেয়া হয়েছে। মাত্র দুই-তিন মাস হয়েছে, আমরা অপেক্ষা করতে চাই, দেখি আমরা কতটুকু তাদের সার্ভিস পাই।
মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি-এগুলো সমাধানের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, কথা বলছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ ধরনের সমস্যা থাকবে না।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু আগামী বছরের জুনে: রেলমন্ত্রী