রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে ধানমন্ডির শেখ জামাল মাঠে এই ঘটনা ঘটে।
নিহত আদনান সাঈদ রাকিব (১৮) ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী নুরুন্নবীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ধানমন্ডির শেখ জামাল মাঠে দুই বন্ধু ফুটপাতে নার্সারির পাশে একটি দোকানে চা পানি খেতে যায়। সে সময়ে চার থেকে পাঁচজন ছিনতাইকারী তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা আদনান সাঈদের গলায় ছুরিকাঘাত করে এবং তার বন্ধু রাইয়ানের হাতে জখম হয়।
পরে তাদেরকে উদ্ধার করে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদনানকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন এবং রাইয়ান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতের মামা আলমগীর জানান,গতরাতে তার এক বন্ধুর সঙ্গে বের হয়েছিল। পরে সংবাদ পাই তাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। পরে সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় পাই।
এসআই বলেন, নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবে নিহত ৪