জেলা শহরের ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের আটটি বুথে ও জেলার ১০ উপজেলা সদর হাসপাতালগুলোতে প্রত্যেকটির তিনটি করে ৩০ বুথসহ মোট ৩৮ বুথে থেকে এ টিকা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: প্রতিদিন অন্তত ২ লাখ মানুষ টিকা গ্রহণ করছেন: স্বাস্থ্যমন্ত্রী
গত ৭ ফেব্রুয়ারি থেকে এই জেলায় টিকাদান শুরু হয়েছে। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত কোন রকম বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছেন নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নওগাঁয় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণের মোট ৪০ হাজার ৪৯১ জন নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ইতোমধ্যে ৩১ হাজার ১৬ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২১ হাজার ২৩৮ জন পুরুষ ও ৯ হাজার ৭৭৮ জন নারী রয়েছেন।
আরও পড়ুন: লজ্জা ভেঙে টিকা নিন: বিএনপি নেতাদেরকে তথ্যমন্ত্রী
সংশ্লিষ্টরা জানান, উপজেলা ভিত্তিক নিবন্ধিতদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৯ হাজার ৬০৪ জন, রানীনগর উপজেলায় দুই হাজার ১৯১ জন, আত্রাইয়ে দুই হাজার ৬৮১, মহাদেবপুরে তিন হাজার ৪৭৩, মান্দায় ৩ হাজার ৭৬৭, বদলগাছিতে দুই হাজার ২০৩, পত্নীতলায় তিন হাজার ৬৭১, ধামইরহাটে ২ হাজার ৮৮৫, নিয়ামতপুরে চার হাজার ৬৭০, সাপাহারে তিন হাজার ২৭৩ ও পোরশা উপজেলায় ২ হাজার ৭৩ জন রয়েছেন।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন সোয়া দুই লাখেরও বেশি মানুষ
এদিকে, জেলায় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট টিকা গ্রহণকারীদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৪০ জন, রানীনগরে এক হাজার ৭৮৪, আত্রাইয়ে দুই হাজার ২৮১, মহাদেবপুরে দুই হাজার ৮৫০, মান্দায় তিন হাজার ৬৯, বদলগাছিতে এক হাজার ২৪৫, পত্নীতলায় দুই হাজার ৬৪৭, ধামইরহাটে দুই হাজার ২৫০, নিয়ামতপুরে তিন হাজার ৫১৩, সাপাহারে ২ হাজার ৭০৬ ও পোরশা উপজেলায় এক হাজার ৬৩১ জন রয়েছেন।
আরও পড়ুন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন: আপনার যা জানা দরকার
উল্লেখ্য, নওগাঁ জেলায় প্রথম ধাপে ৮৪ হাজার ডোজ কোভিড-১৯ প্রতিষেধক টিকা সরবরাহ পাওয়া গেছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের এক হাজার ৪০০ টিকাদান কেন্দ্র থেকে প্রতিদিন ৩ লাখ ৬০ হাজার টিকা দানের সক্ষমতা রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত সারা দেশে ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন করোনার টিকা নিয়েছেন। যাদের মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ২ লাখের বেশি মানুষ