নেত্রকোণায় টিনের চালে উঠে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত আকাশ চক্রবর্তী (১৮) জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার সংলগ্ন পাঁচকাহনিয়া এলাকার গোবিন্দ চক্রবর্তীর ছেলে। সে নেত্রকোণাস্থ আবু আব্বাছ ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।
এসময় তার মামা গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকায় আজ রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রবিবার দুপুরে পৌর শহরের জয়নগর এলাকায় মামা-ভাগিনা দু’জনেই তাদের ঘরের টিনের চালে পেয়ারা পাড়তে যায়।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
এসময় টিনের চালে দু’জনই বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় দু’জনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। পরে মামা প্রশান্ত চক্রবর্তীর অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা কয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তের পর কলেজ ছাত্র আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।