পঞ্চগড়ে বজ্রপাতে নিহত এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পরিবার ও প্রতিবেশীরা।
পঞ্চগড় সদর এলাকায় বসবাস করা নিহত ওই যুবকের নাম রাজিউল ইসলাম (২৪)। সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে বাড়ির অদূরে সিম ক্ষেত থেকে তার মৃত লাশ খুঁজে পায়। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
তার বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাইকানিপাড়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। হাড়িভাসা বাজারের একটি চায়ের দোকানে সে শ্রমিকেরও কাজ করতো।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ নুরে আলম জানান, রাজিউল সকালে একাই সিম ক্ষেতে কাজ করতে গিয়েছিল। শনিবার সকাল ১০টায় হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ফলে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে পাওয়া গেল বিরল প্রজাতির রেড কোরাল কুকরি সাপ
সন্ধ্যা অবধি সে বাড়িতে ফিরে না আসায় পরিবার ও স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে রাতে তার বড় ভাই ইদ্রিস আলী ও প্রতিবেশি তারা মিয়া সিম ক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।