পঞ্চগড়ে দুই পরিবারের ৬ শিশু, নারীসহ দুই পরিবারের ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।
আটকরা হলেন, মো কবির হোসেন (২১), তার স্ত্রী জোবাইদা বেগম (২০), তাদের একমাত্র সন্তান সুমাইয়া (১), মো ফয়জুল ইসলাম (৩৯), তার স্ত্রী মোছা রেনু আরা বেগম (৩০), তাদের ৫ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬) নজরুল ইসলাম (৪) এবং ফয়জুলের চাচাতো ভাই আবু তাহের (২০)।
আরও পড়ুন: নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ‘রোহিঙ্গা ইস্যু’ এজেন্ডায় থাকবে: ইইউ
বিশ্বস্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, এই রোহিঙ্গা সদস্যরা সীমান্ত দিয়ে ভারত থেকে পঞ্চগড়ে এসেছেন। হানিফ এন্টারপ্রাইজের চট্টগ্রামগামী গাড়িতে তারা চট্টগ্রাম যাওয়ার জন্য টিকেট কেটেছিলেন। বিকেল ৩টায় গাড়িটি পঞ্চগড় থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ বলছেন, তারা কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে পঞ্চগড় এসেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ৭৪ রোহিঙ্গা আটক
পুলিশ জানায়, ওই দুটি পরিবারের ৬ শিশু ও নারীসহ ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্য ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে আসে। পুলিশের ধারণা, রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে পঞ্চগড়ে এসে বসতি গড়েছিল। পরে তারা সবাই কক্সবাজারে যাওয়ার জন্য হানিফ কাউন্টারে আসে। ডিএসবি পুলিশের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন তারা রোহিঙ্গা।
আরও পড়ুন: সাগরে নৌকাডুবি: ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া ৬ শিশু, দুই নারীসহ ১১ জন রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটক রোহিঙ্গাদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।