পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বিকালে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র। আহত মোরশেদ দশম শ্রেণির ছাত্র। তারা দু’জনই পটুয়াখালী শহরের বাসিন্দা। তবে আহত অপর দু’জনের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
দুমকি থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার ভাট জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের উত্তর পাশে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। চার লেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করছিল। এঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়।
এদের মধ্যে গুরুতর আহত রাইয়ানকে আশঙ্কাকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা যায়। তার সাথের অপর আহত দশম শ্রেণির ছাত্র মোরশেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপতোলের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ট্রাস ইনজুরি হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল রেফার করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।