সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলায় বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে নারী, শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতশী মন্ডল পাড়া গ্রামের মৃত সৌরদ্দীনের স্ত্রী ঝিলিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী ফুল বেগম (৫০)। এছাড়া চাঁদপুরের হাজীগঞ্জের রান্ধুনীমুড়া গ্রামের মনোয়ার হোসেনের আড়াই বছরের মেয়ে খাদিজা আক্তার, মতলব দক্ষিণের বাকরা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে মাইশা (২) ও একই উপজেলার মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম (৫০)।
আরও পড়ুন: ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা এলাকায় যমুনা নদীর তীব্র স্রোত এবং ঘূর্ণিপাকে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়। এঘটনায় আরও সাত জন নিখোঁজ রয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, জামালপুর থেকে ৮০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা এনায়েতপুর দরবার শরীফে আসছিল।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্পার বাঁধের সামনে প্রচণ্ড স্রোত ও ঘূর্ণিপাকে পড়ে নৌকাটি কাত হয়ে গেলে ১৪ থেকে ১৫ জন যাত্রী পানিতে পড়ে ডুবে যায়। এদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জনের লাশ উদ্ধার ও ৭ জন নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু
বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের আড়াই বছরের খাদিজা আক্তার সকালে অন্যদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তার লাশ পানিতে পাওয়া যায়।
ওই দিন দুপুরে মতলব দক্ষিণের বাকরা গ্রামের দুই বছরের শিশু মাইশা হাজীগঞ্জের কাপাইকাপ গ্রামে খালার বাড়ি বেড়েতে গিয়ে খেলতে খেলতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে মারা যায় ।
এছাড়া হাজিগঞ্জ উপজেলার মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম গোসলের সময় শাড়ি পেঁচিয়ে গেলে নিজেকে সামলাতে না পেরে পানিতে তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে বিকালে তার লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।
আরও পড়ুন: লালমনিরহাটে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিহতদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।