মহামারি করোনার দ্বিতীয় ধাপে গণপরিবহনের ওপর সরকারের জারি করা আদেশ পালন করছে না অধিকাংশ যাত্রীবাহী বাস। তবে সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক পুলিশের নজরদারি রয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরবাস বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গণপরিবহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ভাড়া বেশি নিলেও যাত্রী উঠানোর ক্ষেত্রে সরকারি নিয়ম পালন করা হচ্ছে না। তবে কয়েকটি যাত্রীবাহী বাসে সরকারি আদেশ পালন করতে দেখা গেলও অধিকাংশ ক্ষেত্রে তার দেখা মেলেনি।
জেলার মধুখালী থেকে ফরিদপুরগামী এক যাত্রী অ্যাডভোকেট আব্দর রহিম বলেন, ‘যাত্রীবাহী বাসের স্টাফরা সরকারি নিদের্শনা মোতাবেক বেশি ভাড়া নিচ্ছে ঠিকই, কিন্তু যাত্রী কম নিচ্ছে না। এটা যদি চলতে থাকে তাহলে আইন করে কি হবে।’
একই কথা জানালেন জেলার আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা লোকাল বাসের যাত্রী মহসিন হোসেন।
আরও পড়ুন: কোভিড-১৯: বাস ভাড়া বাড়াল সরকার