নানা কর্মসূচির মধ্যে দিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) এ উপলক্ষে তার নিজ জেলা ফরিদপুরের ভাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন সংগঠন ও পারিবারিক আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীতমুখী চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।
তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে র গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার নূরপুরে সকাল সাড়ে ১০টায় তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা প্রশাসন, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, তারেক মাসুদ স্মৃতি কেন্দ্র। এরপর তারেক মাসুদের বাড়ির আঙ্গিনায় ‘তারেক মাসুদের জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা রুহুল আসলাম, উদীচী শিল্পগোষ্ঠীর মিয়া বেনজীর আহমেদ, শহীদুল ইসলাম, শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: তারেক মাসুদ-মিশুক মুনিরের ১০ম মৃত্যুবার্ষিকী আজ