ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৮
এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- খাদিজা বেগম, কৃষ্ণপদ পাল, তাজল মোল্লা ও সজিব মোল্লা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন রোগী।
তিনি আরও বলেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন ডেঙ্গু রোগী।
আরও পড়ুন: ফরিদপুরকে অর্থনৈতিক হাব গড়ে তুলতে হবে: এফবিসিসিআই সহসভাপতি