গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় মঙ্গলবার (১০ অক্টোবর) মিক নিট লিমিটেড ও প্যানাসিয়া ক্লোথিং লিমিটেড নামে দুটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, দুটি পোশাক কারখানার গত মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজে যোগ দিতে গেলে কারখানার দুটি ভবন মালিকদের মধ্যে বিরোধের জের ধরে কারখানার স্টাফ ও কর্মকর্তাদের ভবন মালিকপক্ষ ভেতরে প্রবেশ করতে দেয়নি।
আরও পড়ুন: নীলক্ষেত অবরোধ করে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
এরপর শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবন মালিক পোশাক কারখানা মালিকের কাছ থেকে প্রায় দেড় বছর ধরে ভাড়ার টাকা পাচ্ছেন না।
তিনি আরও জানান, এ কারণে স্টাফ ও কর্মকর্তাদের ভেতরে ঢোকার বিষয়ে বাধা দেওয়া হয়েছিল। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: সিলেটে গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যহারের দাবিতে সড়ক অবরোধ
অস্থায়ী রেল শ্রমিকদের মালিবাগ রেলগেটে অবরোধ, সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন