বগুড়ার গাবতলীতে বিষাক্ত মদপানে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত আনুমানিক ২টায় গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম (২৮) পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: বিষাক্ত মদ্যপানে বগুড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
মদ বিক্রেতা গোলাবাড়ী বন্দরের বিউটি হোমিও হলের মালিক ডা. বাহানুল আলম বাদলকে (৫৫) পুলিশ আটক করেছে। তিনি পূর্ব মহিষাবান গ্রামের মৃত হাফিজার রহমান খোকা’র ছেলে।
এ ছাড়া বিষাক্ত মদপানে হাসেন আলী ও মুলা মিয়া নামের দু’জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
এদিকে শনিবার বিকালে মৃত শহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য (মদ বা অ্যালকাহল) পানে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল মারা গেছে।
গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, যেহেতু নেশা জাতীয় দ্রব্য পানে মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে, সে জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।