বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে দুটি ইঞ্জিন চালিত ফিশিং বোট ও একটি স্টীল বডির ট্রলার থেকে ছয়শ' কেজি (১৫ মন) জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত ৩৩ জন জেলেকে আটক করে।
রবিবার (৬ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গনমাধ্যমকে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল।
তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি স্টেশন। পরে দুটি ইঞ্জিন চালিত ফিশিং বোট ও একটি স্টীল বডির ট্রলারে তল্লাশি করে ছয়শ' কেজি (১৫ মন) জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এসময় মাছ ধরার কাজে জড়িত থাকায় ৩৩ জন জেলেকে আটক করে কোষ্টগার্ড।
আরও পড়ুন: বাংলাদেশি ৪০ জেলেকে ফেরত পাঠাল ভারত
পরে ফিশিং ট্রলার ও স্টিল বডিতে জাটকা ছাড়াও অন্যান্য মাছ থাকায় বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে আটক জেলেদেরকে মুসলেকা নিয়ে বোট ও ট্রলারসহ ছেড়ে দেয়া হয়।
এছাড়া মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল জানান, আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সিত্রাং: ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড