বান্দরবান-থানচি সড়কের পাশে বৃহস্পতিবার পর্যটকবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ময়মনসিংহের মো. মঞ্জুরুল ইসলাম (৪০), ফরিদপুরের মো. জয়নাল আবেদীন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার মো. হামিদুল ইসলাম (৪১)। নিহতদের সকলেই বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
থানচি ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিব জানান, সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ৯ পর্যটক বহনকারী গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে মঞ্জুরুল ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যান জয়নাল ও হামিদুল।
আহতরা হলেন- মাগুরার ওয়াহিদুজ্জামান (৪০), মানিকগঞ্জের মো. রাজিব মিয়া (৩০), গাইবান্ধার মো. আব্দুল মালেক (৫২), মো. মিলন (৩০), মো. ফয়সাল (৩৫) ও ঢাকার মো. ফারুক (৪০)।
তারা সবাই ঢাকায় স্টেট অ্যান্ড লিগ্যাল অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ডের সদস্য এবং বুয়েটের সিকিউরিটি ডিভিশনে নিযুক্ত ছিলেন বলে জানান এসআই।