বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে বিএসএফের গুলির আঘাতে আহত কিশোর মিলন মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিকট হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ ১৯২ ব্যাটালিয়নের ঝিকরী ক্যাম্পের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৪-এস হতে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে সে মারাত্মক জখম হয়।
আরও পড়ুন: দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সক্রিয় হতে হবে: বিজিবিকে প্রধানমন্ত্রী
আহত ভারতীয় কিশোর ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।
ওই কিশোর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দোয়ালিপাড়া গ্রামে তার নানা মকবুল হোসেনের বাড়িতে আহত অবস্থায় আসে।
পরে নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে উদ্ধার করে গভীর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিএসএফ’র কাছে হস্তান্তরের ব্যাপারে উদ্যোগ নেয়া হয়।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে গত বছর ১২০ কোটি টাকার মাদক, অস্ত্র ও সোনা জব্দ
পতাকা বৈঠকে ভারতের বিএসএফ’র এসি নীতিশ কুমার, লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন,ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এবং নাগেশ্বরী থানার ওসি রওশন কবির উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিজয় দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার