রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার একটি পরিত্যক্ত ডাস্টবিন থেকে প্রায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউসের একটি প্রতিরোধমূলক দল।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বার জব্দ, আটক ১
বিমানবন্দরের সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ১২ নম্বর বে-এর কাছে রাখা ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পান দলের কর্মকর্তারা।
পরে সেখান থেকে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে কাস্টমস কর্মকর্তা নাফিস আমিন রিজভী জানান।
আরও পড়ুন: বেনাপোলে পৃথক অভিযানে ১৯ স্বর্ণের বার উদ্ধার, আটক ২