যশোরের বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্ত থেকে স্বর্ণ পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছেন গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বলে দাবি বিজিবি সদস্যদের।
বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে আটকের সময় তাদের কাছ খেকে একটি এলিয়ন কারও জব্দ করা হয়।
আরও পড়ুন: যশোর সীমান্তে ৪৩টি স্বর্ণের বারসহ ২ জন আটক
আটক তিনজন হলেন- ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) এবং যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বুধবার সকালে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয় এবং তিন পাচারকারীকে আটক করা হয়। জব্দ চারটি সোনার বারের ওজন ২ কেজি ৯৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে আটক তিনজন পাচারকারীর নামে বেনাপোল বন্দর থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা মুন্সিপুর সীমান্তে ৬ স্বর্ণের বার জব্দ, আটক ১