বরিশাল নগরীর রূপাতলী মিনি বাস টার্মিনালের কর্তৃত্ব নিয়ে সদরের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী শ্রমিকদের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
শনিবার দিনভর টার্মিনালে দুই পক্ষের শ্রমিকরা দফায় দফায় টার্মিনাল এলাকায় মহড়া দেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল টার্মিনালে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টার্মিনাল দখল নিয়ে দুপুর ২টার দিকে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে টার্মিনাল এলাকায় মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৭
সিটি মেয়র অনুসারী বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, শান্তিপূর্ণ ভাবে শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হলে তাতে একটি মহলের কিছু লোক হামলা চালায়। এ ঘটনায় আইনের আশ্রয় নেয়া হবে।
তবে এ বিষয়ে প্রতিমন্ত্রীর অনুসারী পাল্টা কমিটি জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বাসায় আছি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক বিপ্লব মিস্ত্রি জানান, কিছুদিন যাবৎ টার্মিনালের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি