ভোলায় ধানকাটাকে কেন্দ্র করে মো. রুহুল আমিন বেপারী (৫৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহত মো. রুহুল আমিন বেপারীর সাথে তার আত্মীয় (বেয়াই ) কাসেমের চৌকিদারের আগে থেকে বিরোধ ছিল। বর্তমানে ওই জমি রুহুল আমিনের ভোগ দখলে। দুপুরের দিকে বাড়ি থেকে ভাত নিয়ে খেতে যাচ্ছিল রুহুল আমিন। পথে ধান খেতের মধ্যেই রুহুল আমিনের ওপর কাশেম, তার স্ত্রী জরিনা বেগম, দুই ছেলে নোমান ও আলামিন হামলা চালায়। তারা রুহুল আমিনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। চিৎকার শুনে পরে স্থানীয় ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জমির নিয়ে বিরোধের জেরে কৃষক মো. রুহুল আমিন বেপারী নিহত হয়েছে। তারা খবর পেয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাশেমের স্ত্রী জরিনা বেগমকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ভোলা জেলা শাখার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম জানান, নিহত কৃষক মো. রুহুল আমিন বেপারী রাজাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি। এ ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভোলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মামলার সাক্ষী হওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা!
ইউপি নির্বাচন: নবীনগরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা