আব্দুল রব নামে (২০) ওই যুবক এলাকায় কৃষিকাজ করতো। তার বাড়ি আলী নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজউদ্দিন জানান, মঙ্গলবার সকালে ওই যুবক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়। তার শ্বাসকষ্ট থাকায় করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়। রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও জানান, ওই যুবকের নমুনা রিপোর্টে যদি করোনা পজেটিভ আসে, তাহলে তার সংস্পর্শে আসা সকলের নমুনা পরীক্ষা করা হবে।
অন্যদিকে পটুয়াখালী গিয়ে এক দম্পতি করোনা আক্রান্ত হওয়ায় ভোলা সদর উপজেলার ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার বাপ্তা বুড়ির মসজিদ এলাকার তিনটি বাড়ি এবং পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামের তিনটি বাড়ি লকডাউন করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৮২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছে সরকার।