মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শুব্রত মালো ও রায়াদ শেখ নামে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মে) নড়াইল-মাগুরা সড়কে ও মাগুরা-ঝিনাইদহ সড়কে পৃথক ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শুব্রত জেলার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের বাসিন্দা এবং রায়াদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামের আবুল শেখের ছেলে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গঙ্গারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাছের ড্রাম বোঝাই নসিমন গাড়ির সংঘর্ষ হলে নসিমন চালক শুব্রত আহত হন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে আলমখালি বাজারে সংযোগ সড়ক থেকে একটি ভ্যানরিকশা সড়কে উঠতে গেলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রায়াদের মৃত্যু হয়।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র বিশ্বাস বলেন, উভয় ঘটনায় মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত