ঠাকুরগাঁও শহরের প্রারম্ভিক কিন্ডার গার্টেনের সাবেক এক শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি মার্কেটের গলি থেকে আগুনে ঝলসে যাওয়া শিক্ষিকার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শান্তনা রায় মিলি (৪৫) শহরের তাতীপাড়া এলাকার সমীর কুমার রায়ের স্ত্রী।
আরও পড়ুনঃ মিনুর রহস্যজনক মৃত্যুর পর তাঁর বড় ছেলে নিখোঁজ
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের চৌরাস্তার পাশে শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের একটি মার্কেটের গলিতে লাশটি পরে থাকতে দেখে ৯৯৯ এ খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
মিলির স্বামী সমীর জানান, মিলি মৃত্যুর আগে বাসার ডায়েরিতে তার রোগাক্রান্তের কথা উল্লেখ্য করে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখে গিয়েছে।
আরও পড়ুনঃ ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
তাদের ছেলে রাহুল জানান, রাত ১১ টায়ও তিনি শেষ কথা বলেছেন মায়ের সাথে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে মার্কেটের গলিতে থেকে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে ফোন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদেহ আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ রুয়েট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুলতানা রাজিয়া বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মিলির মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।