প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুই কক্ষ বিশিষ্ট নবনির্মিত ঘরসহ জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ ও মাগুরার ১৪৬৯ গৃহহীনকে বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী
খুলনা জেলা প্রশাসক (ডিসি) মো. হেলাল হোসেন জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- এই মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রয়-২ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের সব গৃহহীন ও ভূমিহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১ এবং জমি আছে কিন্তু ঘর নেই এমন পরিবারের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ২৬১।
আরও পড়ুন: নেত্রকোনার ৯৬০ গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন
মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯ পরিবারের প্রত্যেককে দুই শতক সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদানসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও ২১ জেলার ৩৬ উপজেলার ৪৪ প্রকল্পে ৩ হাজার ৭১৫ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
আরও পড়ুন: শার্শায় ৫০ ভূমি ও গৃহহীন পরিবারের জন্য তৈরি হচ্ছে পাকা ঘর
ডিসি হেলাল বলেন, ‘খুলনা জেলায় ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন ৫ হাজার ৮৮ পরিবারকে পর্যায়ক্রমে ঘর দেয়া হবে। এর অংশ হিসেবে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নয় উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারি নবনির্মিত ঘরগুলো জমিসহ পরিবারগুলোর কাছে হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করবেন।’
আরও পড়ুন: মুজিব বর্ষে ঘর পাচ্ছেন ফরিদপুরের দেড় হাজার গৃহহীন পরিবার
দ্বিতীয় পর্যায়ে আরও দেড় হাজার ঘর নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে তিনি জানান।