চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে ৭০ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার মেঘনা নদীর পাড়ে গোসল নেমে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ আব্দুর রাজ্জাক চাঁদপুর লঞ্চঘাটের পাশে জেলা শহরের উত্তর শ্রীরামদী এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা জানান, তার সঙ্গের অন্যরা নদী থেকে উঠে গেলেও তিনি নিখোঁজ থেকে যান। তিনি স্থানীয় মসজিদের স্টাফ ছিলেন এবং বাবুর্চির কাজ করতেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জন্মের ৩৬ ঘণ্টার মধ্যেই মারা গেল পদ্মা, মেঘনা ও যমুনা
চাঁদপুর সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, এ সংবাদ লেখা পরযন্ত তিনি নিখোঁজই রয়েছেন।
তিনি আরও জানান, নৌ-পুলিশ টিম, ফায়ার রেসকিউ টিম, ডুবুরি দল ও কোস্টগার্ড যৌথভাবে ঘটনাস্থল ও আশপাশে নদী এলাকায় খুঁজতে নামে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি।
তিনি জানান, সবার ধারণা তিনি নদীতে ডুবে মারা গেছেন। শনিবার আবার তাকে খুঁজতে ডুবুরিরা নদীতে নামবেন।