যশোর: খাজুরায় দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হন। এ সময় বাসের সাত যাত্রী আহত হন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত চালক সোহাগ হোসেন গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে।
আরও পড়ুন: জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
আহতদের মধ্যে কয়েকজন হলেন খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের জাহানারা বেগম, চন্দ্রনিমোহল গ্রামের রিপন, তেরখাদা উপজেলার মন্ডলগাতি গ্রামের মীর মোহাম্মদ, যশোর সদর উপজেলার জোতরহিমপুর গ্রামের ফরহাদ হোসেন ও চৌগাছা উপজেলার রায়নগর গ্রামের নূরজাহান বেগম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। ভোর ৫টার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চালক সোহাগ মারা যান।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, গুরুতর অবস্থায় সাতজনকে হাসপাতলে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলেছে।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
২০২০ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক: বিলস
২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহত শান্ত রায় (২২) দিরাই থানার চন্নারচর ইউনিয়নের চন্নারচর গ্রামের গ্রামের পান্ডব রায়ের ছেলে।
স্থানীয়দের বরাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, সকালে সিলেট থেকে চন্নারচরে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুদের সাথে রওনা দেন শান্ত। সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা সংলগ্ন ডাবরের মাহদি অটো রাইস মিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিন আরোহী খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই শান্ত নিহত হন।
গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।