নাটোরে যুবলীগের এক নেতার কাছে চাঁদা দাবি করার অভিযোগে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) সকালে সদর থানা থেকে তাদের আদালত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার চার ভুয়া সাংবাদিক হলেন, নূর জামান ইসলাম, সুরুজ আরিয়ান সোহান, সাঈদ ও পাপিয়া খাতুন ঐশি। তারা সবাই রাজশাহী থেকে এসেছেন।
আরও পড়ুন: দেবহাটায় মাদরাসা ছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
পুলিশ জানায়, নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার যুবলীগ নেতা রাশেদুল ইসলাম কোয়েলের কাছে যান চার ভুয়া সাংবাদিক। পরে তারা কোয়েলের বিরুদ্ধে নানা অভিযোগ আছে উল্লেখ করে সংবাদ প্রকাশ না করার জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
সন্দেহ হলে ওই চারজনকে আটকে রেখে পুলিশে খবর দেন যুবলীগ নেতা কোয়েল। পরে কোয়েলের সহযোগী মোস্তাক সরদার বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল জানান, সোমবার তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে হাজির করা হবে।
আরও পড়ুন: রাণীনগরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা ব্যবসায়ী গ্রেপ্তার
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার